১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানি করবে সরকার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০১৯ ১১:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

চলতি বছরে ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের নেয়া কার্যক্রম জানাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর যুগান্তর অনলাইন 

ধানের বাজার মূল্য ঠিক রাখতে এই প্রথম সব ধরনের চাল রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তা ঠিক রেখে চাল রফতানি করা হবে জানিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘সরকার চালের ক্ষেত্রে ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫-৩০ শতাংশ প্রণোদনা দেবে। সরাসরি কৃষকের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ধান কেনা হবে। ধানের ক্রয়মূল্য অগ্রিম নির্ধারণ করে মৌসুমের শুরুতেই সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করা হবে। ’

চাল আমদানি বন্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘ চাল আমদানি নিরুৎসাহিত এবং চাল রফতানিকে উৎসাহিত করা হবে। চালের আমদানি শুল্ক ২৮ ভাগ থেকে বাড়িয়ে ৫৫ ভাগ আরোপ করা হয়েছে। তাই চাল আমদানি হবে না বলে আশা করি।’

এ বছর ধানের দাম কমে যাওয়া বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ ২০১৭ সালে চাল আমদানির শুল্ক রেয়াতের কারণে চাহিদার অতিরিক্ত চাল আমদানি হয়। এদিকে অনুকূল আবহাওয়ার কারণে ধানের ফলন বেশ ভালো হয়েছে এবার। এসব কারণে এ বছর ধানের দাম কমে গেছে।’