পাকিস্তানকে সব দলই ভয় পায়- পাক অধিনায়ক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০১৯ ১৪:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজকে বলে কয়ে হারিয়েছিল বাংলাদেশ। টাইগারদের সামনে নাকানিচুবানি খেয়েছেন সাই হোপ, জেসন হোল্ডাররা। সেই সফরে উইন্ডিজদের খেলা দেখেই কিনা গেইলদের হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ! কেবল ওয়েস্ট ইন্ডিজই নয়, সরফরাজ হুমকি দিয়ে রাখলেন বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলোকেও। পাক অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানকে নাকি সব দলই ভয় পায়! 

শুক্রবার নটিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ক্যারিবীয়দেরও প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে মুখিয়ে আছেন পাক দলপতি সরফরাজ আহমেদ। এর আগে টানা দশটি ওয়ানডে ম্যাচ হারলেও সরফরাজের বিশ্বাস প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাবে তার দল। তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বকাপ শুরু করতে যাচ্ছি। তাই এর অগে কি ঘটেছিল সেটা মনে রেখে লাভ নেই।’

এবারের বিশ্বকাপে পাকিস্তানকে অপ্রতিরোধ্য দল বলে করছেন সরফরাজ। তিনি বলেন, ‘আমাদের অপ্রতিরোধ্য মনে করা হয়। আর এটা মনে রাখবেন পাকিস্তান কিন্তু খুবই শক্তিশালী দল। ক্রিকেট বিশ্বে সব দলই আমাদের ভয় পায়।’

ক্যারিবীয়দের বিপক্ষে জয়ের সহজ টোটকাও বাতলে দিয়েছেন পাক অধিনায়ক। তিনি বলেন, ‘জয় পেতে হলে আপনাকে প্রতিপক্ষের উইকেট নিতে হবে আর সেটা যদি না পারেন তাহলে তাদের রানে আটকাতে হবে।’ সরফরাজ আরো জানান, ক্রিকেট এখন অনেক বদলে গেছে। তিনশ রান এখন হরহামেশাই তাড়া করছে দলগুলি। পাক দলপতি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ তিনশ’র বেশি রান করলেও তার দল সেটিতে তাড়া করে জয়ের ক্ষমতা রাখে।