বগুড়ায় কৃষকের ধান কেটে গোলায় তুলে দিলো জেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ মে ২০১৯ ১৫:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮৪ বার।

বগুড়ার নারুলীর ইছাদহ গ্রামের কৃষক টুকু মিয়ার ক্ষেতের পাকা ধান কাটতে এগিয়ে আসেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।  বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  কৃষক টুকু মিয়ার জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় উঠিয়ে দেন তারা। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজসহ ১৫ জন নেতাকর্মী অংশ নেয়।

 
গত ২১ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি ঘোষণার মাধ্যমে ছাত্রলীগের সকল ইউনিটকে কৃষকদের পাশে স্বেচ্ছাসেবক হিসেবে থেকে তাদের ধান কাটতে সাহায্য করার জন্য আহ্বান জানানো হয়। 

বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ বলেন, ধান কাটা লোকের তীব্র সংকট দূরীকরণে কৃষকদের সঙ্গে ধান কেটে গোলায় পৌঁছে দিচ্ছে বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্যোগে চালের বস্তা মাথায় নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, একসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে ছাত্রলীগ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যেকোন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা।