প্রমাণ হলো আমরা পরিণত দল: ইংল্যান্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০১৯ ০৪:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৪ বার।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল জয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইংল্যান্ড। এতে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক ইয়ন মর্গান।

বুধবার আইসিসির দ্বাদশ বিশ্বকাপের প্রথম লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারায় স্বাগতিক ইংল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ৩১২ রানের লক্ষ্য ছুড়ে দেয় দলটি। জবাবে ২০৭ রানে গুঁড়িয়ে প্রোটিয়া দল।

ম্যাট শেষে ইংল্যান্ড অধিনায়ক মর্গান বলেন, “জয়ে বিশ্বকাপ শুরু করতে পেরে আমরা আনন্দিত, আমরা যে পরিণত দল এই জয়ই তা প্রমাণ করে। গত দুই বছর ধরে আমরা স্মার্ট ক্রিকেট খেলেছি। সবশেষ দুই বছরে আমাদের উন্নতি চোখে পড়ার মতো।”

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জয়ে অসাধারণ ব্যাটিংয়ের (৮৯ রান) পাশাপাশি এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেন স্টোকস। খেলা শেষে ম্যাচ সেরা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস বলেন, “ম্যাচ জয়ে সত্যিই ভালো অনুভব হচ্ছে। আজ আমরা আমাদের তিনটি বিভাগেই চমক দেখাতে পেরেছি।”