বগুড়ায় ব্যাটালিয়ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে দুপ্রকের সততা সম্মেলন

আব্দুল আউয়ালঃ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০৭ বার।

বগুড়ায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে সততা সম্মেলন করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। রোববার সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুল ও কলেজে অনুষ্ঠিত ওই সম্মেলনে দুপ্রকের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘সততা সংঘ’-এর আওতাভুক্ত পাঁচটি স্কুলের সদস্য শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ওই সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।

ওই সম্মেলনে সততা সংঘের সদস্য হিসেবে যে পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে সেগুলো হলো- কাটনার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া সেন্ট্রাল হাইস্কুল, পৌর উচ্চ বিদ্যালয়, তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ।

সকাল ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল হক, দুপ্রক সভাপতি সাবেক সচিব আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসান হাবীব। সভাপতিত্ব করেন ‍বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল।

বক্তারা  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা যারা ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার হিসেবে কাজ করবে তাদের সবাইকে সৎ ও সু-মতি বোধ জাগ্রত রাখতে হবে। সততার অনুশীলনের জন্য শিক্ষার্থীদের এখন থেকে পিতা-মাতার কাছে মিথ্যা কথা না বলার প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। 

সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এপিবিএন স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মারুফাতুল জান্নাত তিশা বলেন, ‘সবাইকে দুর্নীতি প্রতিরোধে সচেতন হতে হবে এবং দুর্নীতিকে কখনই প্রশ্রয় দেয়া যাবে না।‘

দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা উপকরণগুলোর মধ্যে ছিল- দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত স্কুল ব্যাগ, খাতা ও স্কেল।