যমুনার পানি বিপদ সীমার ওপরেঃ ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে ফসল তলিয়ে গেছে

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭৯ বার।

উজান থেকে নেমে আসা ঢলের কারণে বগুড়ায় যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এরই মধ্যে জেলার সারিয়কান্দি ও ধুনট উপজেলায় যমুনা বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডর (পাউবে) তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় যমুনার পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
স্থানীয় সাংসদ হাবিবর রহমান রোববার দুপুরে কয়েকটি এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় লোকজনকে ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহবান জানান। তিনি বলেন, ‘সরকার আপনাদের পাশে ছিল এবং থাকবে।’ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
পানি বৃদ্ধির ফলে জেলার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে চরাঞ্চলেও। এতে ওইসব এলাকার ক্ষেতের ফসলও তলিয়ে গেছে। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল জানান, বৈশাখী ও রাধানগর চরের প্রায় ১ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া নদী তীরের সহড়াবাড়ী, শিমুলবাড়ী, কৈয়াগাড়ী, বানিয়াজান ও ভান্ডারবাড়ীর গ্রামের (আংশিক) বসত বাড়ীর চারপাশে পানি প্রবেশ করেছে। অব্যাহত পানি বৃদ্ধির কারণে শিমুলবাড়ী ও সহড়াবাড়ী পুরানো বাঁধ ধ্বসের আশংকরা রয়েছে।
ধুনট উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবহান জানান, যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চরসহ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলের আবাদী জমিতে বন্যার পানি প্রবেশ করেছে। কয়েকটি এলাকায় ক্ষেতের ধান, মরিচ, মাসকালাইসহ বিভিন্ন মৌসুমী ফসল পানিতে তলিয়ে গেছে।
বগুড়ায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, আগামী আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে ভাঙ্গনের কোন ঝুঁকি নেই।