টিকিটের মূল্য প্রদর্শন না করা এবং বাড়তি মূল্য গ্রহণ

বগুড়ায় শাহ্ ফতেহ্ আলী, হানিফ, শ্যামলী পরিবহন ও মানিক এক্সপ্রেসের ৬৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ জুন ২০১৯ ১০:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০১ বার।

ঢাকাগামী বাস-কোচে টিকিটের মূল্য কাউন্টারে প্রদর্শন না করা এবং বেশি দামে টিকিট বিক্রির দায়ে বগুড়ায় চারটি পরিবহন সংস্থার ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   বগুড়ার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তাজ উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শনিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকা সংলগ্ন পরিবহন কাউন্টারগুলোতে অভিযান চালান। 
অভিযানকালে শাহ্্ ফতেহ আলী পবিরহনের ৩০ হাজার টাকা, হানিফ এন্টারপ্রাইজের ২০ হাজার টাকা, শ্যামলী পরিবহনের ১০ হাজার টাকা এবং মানিক এক্সপ্রেসের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
এনডিসি মোঃ তাজ উদ্দিন জানান, ভোক্তা অধিকার আইন অনুযায়ী প্রতিটি কাউন্টারে টিকিটের মূল্য প্রদর্শন করা বাধ্যতামূলক। তাছাড়া নির্দিষ্ট গন্তব্যের ধার্য্য করা ভাড়া বা টিকিকের মূল্য বেশি নেওয়ায় আইনত দ-নীয়। তিনি বলেন, শনিবার দুপুর ১২টার দিকে ওই চারটি পরিবহন সংস্থার কাউন্টারে গিয়ে দেখা যায় তারা টিকিটের মূল্য প্রদর্শন করেনি এবং মূল্যও বেশি রাখছে। পরে ভোক্তা অধিকার আইনের ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় ওই চারটি পরিবহন সংস্থাকে জরিমানা করা হয়।