ডাকসু বাজেটে নুরের ১০ গুণ বরাদ্দ পেলেন রাব্বানী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৬ বার।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২য় কার্যনির্বাহী সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট চূড়ান্ত হয়েছে।

সভা সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

তবে এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে অসামাঞ্জ্যের অভিযোগ উঠেছে।

জানা গেছে, বছরব্যাপী বিভিন্ন খরচের জন্য ডাকসুর ভিপি নুরুল হক নুরকে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ লাখ টাকা, ডাকসু জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পেয়েছেন ৫২ লাখ।

এ ছাড়া অন্যান্য খাতের মধ্যে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদককে ১০ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদককে ১৫ লাখ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদককে ১০ লাখ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদককে ১৫ লাখ, সাহিত্য সম্পাদককে ১৫ লাখ, সংস্কৃতি সম্পাদককে ১৫ লাখ, সমাজসেবা সম্পাদককে ১৩ লাখ, ক্রীড়া সম্পাদককে ২০ লাখ এবং ছাত্র পরিবহন সম্পাদককে ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর বাইরেও ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দের এমন অসামঞ্জস্যতার বিষয়ে জানতে চাইলে ভিপি নুরুল হক নুর বলেন, ঢাবি প্রশাসন সবসময় ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়েছে, বাজেট বরাদ্দের ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়েছে। যেহেতু ডাকসুর জিএস কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তাই ঢাবি প্রশাসন তার ওপর বেশি মেহেরবান। তবে যে খাতে যত টাকাই বরাদ্দ হোক না কেন তার যেন স্বচ্ছতা বজায় থাকে।