নওগাঁয় বজ্রপাতে শিশুসহ নিহত ৩

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০১৯ ১৪:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১১ বার।

নওগাঁয় বজ্রপাতের শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে জেলার পোরশা, সাপাহার ও মহাদেবপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরশার আব্বাস আলী (৪৫) সাপাহারের চুটু (৫০) নামে একন শ্রমিক ও মহাদেবপুরের শিশু নাদিউজ্জামান নয়ন (১২)। 

নিহত আব্বাস আলী পোরশা উপজেলার শিশা নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে, চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও নাদিউজ্জামান নয়ন মহাদেবপুর উপজেলার বাফিরাবাদ গ্রামের আমেদ আলীর ছেলে। 

পোরশা ও সাপাহার থানা পুলিশ জানায়, সকালে সাড়ে ১১ টার দিকে আব্বাস আলী বাড়ির পাশে মাঠে গরু নিতে গেলে বজ্রপাতের ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে চুটু সকাল সাড়ে ৭ টার দিকে সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রামে মাঠে ধান কাটছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বাফিরাবাদ গ্রামের আমেদ আলীর ছেলে নাদিউজ্জামান নয়ন বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।