পুলিশের গাড়িচাপায় ৩ নারী নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০১৯ ১৫:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার চান্দুল এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাড়িচাপায় প্রাণ গেল তিন নারী শ্রমিকের।

এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার ড্রাগন সোয়েটার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন জানান, নিহত পোশাকশ্রমিক হলেন কাজল, নাসিমা ও তানজিনা।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানায়, বিকেল সাড়ে ৫টায় মিয়াবাজার চান্দুল এলাকায় ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হলে শ্রমিকরা সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমাণ ছিল। এ সময় ফেনী থেকে আসা ঢাকাগামী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)'র একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে আহতদের হাসপাতালে নেয়ার পথে তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা ফেনী পিবিআই'র অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানসহ, পুলিশ পরিদর্শক শাহ আলমসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।