নওগাঁয় ইটভাটা ম্যানেজার অপহরণ

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০১৯ ১৬:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।


নওগাঁয় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আব্দুল ওয়াদুদ (৩৫) নামে এক ব্যক্তিকে রোববার রাতে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওয়াদুদ ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর চৌঘাট এলাকার বিসমিল্লাহ্ ইটভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত। ওই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ তাকে উদ্ধার কিংবা কোন খোঁজ পায়নি। 

ওই ইটভাটার স্বত্বাধিকারী আবু আহসান হাবিব জানান, পত্নীতলা উপজেলার মল্লিকপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আব্দুল ওয়াদুদ তার প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত। প্রতিদিনের মত দায়িত্বপালন শেষে রোববার রাত ১০টা দিকে মোটর সাইকেলে যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরেন নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও তার কোন হদিস মেলেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে দিলালপুর-মল্লিকপুর গ্রামের মাঝখানে ফাঁকা রাস্তায় পাশে তার মোটর সাইকেল, হেলমেট ও মোটর  সাইকেল পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে সেখানেই তাকে অপহরণ করা হতে পারে। এব্যাপারে পত্নীতলা থানায় অভিযোগ করা হয়েছে। ওই থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী বলেন,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখছে পুলিশ।