সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১১:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা, সাতানি, ভাদড়া ও তালা উপজেলার ইসলামকাটিসহ ১৫টি গ্রামের কিছু সংখ্যক মানুষ সেখানে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। 

ঈদের নামাজে খুলনার ডুমুরিয়া ও কয়রা উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরাও সেখানে অংশ নেন। জামায়াতে নারীরাও অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। 

মাওলানা মহব্বত আলী বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়। খবর সমকাল অনলাইন।