ঈদে তাদের স্মরণ করা হবে

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১১:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

ঈদ আয়োজনে নানা অনুষ্ঠানের পসরা সাজিয়েছে চ্যানেলগুলো। এরই ধারাবাহিকতায় খ্যাতিমান তিন শিল্পীর স্মরণে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি তিনটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে থাকছে প্রয়াত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও সুবীর নন্দী স্মরণে আয়োজন।

ঈদের পঞ্চম দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ট্রিবিউট:স্মৃতিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল। এটি উপস্থাপনা করেছেন বীথি। প্রযোজনায় জোনায়েদ বিন জিয়া। এতে অংশগ্রহণ করেছেন অপু আমান ও হৈমন্তী রক্ষিত। ঈদের ষষ্ঠ দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ট্রিবিউট :স্মৃতিতে শাহনাজ রহমতুল্লাহ।

প্রযোজনায় হুমায়ূন ফরিদ। এতে গাইবেন কণ্ঠশিল্পী নদী, নন্দিতা, নাজু আখন্দ, স্বরলিপি ও বর্ণালী সরকার। এতে তারা গেয়ে শোনাবেন শাহনাজ রহমতুল্লাহর গাওয়া পুরনো ও জনপ্রিয় গানগুলো। এটি উপস্থাপন করেছেন নুঝহাত সাওম।

ঈদের সপ্তম দিন রাত ৮টা ৩ মিনিটে রয়েছে সুবীর নন্দীর একক সঙ্গীতানুষ্ঠান : দি লিজেন্ড। এটি প্রযোজনা করেছেন জুনায়েদ বিন জিয়া। উপস্থাপনায় তৌহিদা শ্রাবণ্য। খবর সমকাল অনলাইন।