বিএনপির নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ

বগুড়ায় সাবেক ছাত্রলীগ নেতা নাইন আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১১:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬০ বার।

বগুড়ায় ছাত্রলীগের শাজাহানপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুলকার নাইনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে সদর থানায় ডেকে নেওয়া হয়। জানতে চাইলে বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, সাতমাথায় হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুলকার নাইনকে ডাকা হয়েছে।
এর আগে দুপুর দেড়টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বিএনপির নির্বাচনী প্রচারের হামলা চালানো হয়। ওই হামলা থেকে বাঁচতে জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান দৌড়ে সাতমাথার দক্ষিণে পুলিশ বক্সের ভেতর ঢুকলে সেখানেও তাকে মারপিট করা হয়। 
ওই ঘটনার ছবি তুলতে গিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৫ সাংবাদিকও হামলার শিকার হন।  হামলার সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 
বিএনপির পক্ষ থেকে ওই হামলার জন্য ছাত্রলীগের শাজাহানপুর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুলকার নাইন ও তার অনুসারীদের দায়ী করা হয়েছে। বিএনপি বগুড়া জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আজগর হেনা জানিয়েছেন, তারা ওই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে ছাত্রলীগ বগুড়া জেলা কমিটির সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ওই ঘটনায় তার সংগঠনের কোন নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই হামলার পর পরই বিকেলে সাবেক ছাত্রলীগ নেতা জুলকার নাইনকে থানায় ডেকে নেওয়া হয়। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে তাকে ওই ঘটনায় গ্রেফতার দেখানো হবে কি’না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।