ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় আড়াই কোটি টাকা!

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১১:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৩ বার।

ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৫ হাজার ২৭১টি গাড়ি পার হয়েছে। এ সময়ে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ টোল আদায় হয়েছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৫ হাজার ২৭১টি গাড়ি পার হয়েছে। এ সময়ে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৫ হাজার ৩৭০ টাকা। খবর যুগান্তর অনলাইন। 

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে টাকা এক ঘণ্টা সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়।

কারণ হিসেবে সেতু সংশ্লিষ্টরা জানিয়েছে, সিরাজগঞ্জের অংশে যানজটের কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকে। সেতুর পশ্চিমপাড় স্বাভাবিক হওয়ার পর পুনরায় টোল আদায় শুরু হয়।

মঙ্গলবার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে।

মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপুর্ব হতে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, বাঐখোলা, করটিয়া হাটবাইপাস, নাটিয়াপাড়া ও পাকুল্লায় যানজটের সৃষ্টি হয়।