ঈদে সুন্দরবনে ‘রেড অ্যালার্ট’ জারি

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাণ-প্রকৃতি রক্ষা ও ইকো-ট্যুরিস্টদের ঢল সামাল দিতে সর্বোচ্চ সর্তকতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ। এই রেড অ্যালার্ট ঈদের সরকারি ছুটির শেষ দিন পর্যন্ত বহাল থাকবে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনের কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত ও সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন, ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে ইকো-ট্যুরিস্টদের ভিড় সামাল দিতে পেশাদার চোরা শিকারি ও মৌসুমী শিকারি প্রবেশ এবং বন্যপ্রাণী পাচার রোধে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। খবর যুগান্তর অনলাইন।

এ জন্য বনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে। এছাড়া বনের অভ্যন্তরে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম।

গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাজুড়ে বিস্তৃত।