ব্রণ দূর করতে চীনা বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১১:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৮ বার।

ব্রণ সমস্যা দূর করতে চীনা বিজ্ঞানীরা তাদের গবেষণায় নতুন একটি দিক উন্মোচন করেছেন।

দেশটির জনপ্রিয় ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছে, বিজ্ঞানীরা শিশুদের ওপর গবেষণা করে এক প্রকার পরজীবী জীবাণু শনাক্ত করেছেন। যেটিকে ব্রণের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। এই পরজীবী সাধারণত ঠাণ্ডার প্রবণতার ওপর নির্ভর করে।

চাইনিজ একাডেমির ইনস্টিটিউট পাসটুর অব সাংহাইয়ের প্রফেসর ঝিয়াং চিউ এবং তার সহকর্মীরা এই গবেষণাটি করেছেন। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একটি হাসপাতালে ভর্তি হওয়া সাড়ে চার হাজার শিশুর বিভিন্ন স্বাস্থ্যগত তথ্য পর্যবেক্ষণ করেন তারা।

গবেষণায় তারা ‘Propionibacterium’ নামের একটি ব্যাকটেরিয়ার কথা জানতে পেরেছেন, যেটি ইনফেকশনের জন্য দায়ী। এটি মূলত মানুষের স্কিনে দেখা যায়। চর্মরোগের অনেক সমস্যা সৃষ্টি করে ব্যাকটেরিয়াটি।

এখন পর্যন্ত চিকিৎসকেরা ব্রণ সমস্যা সমাধানের তেমন কোনো নিশ্চয়তা দিতে পারেন না। নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত ব্যক্তিগত এটি দেখা দেয়। নতুন গবেষণার বরাত দিয়ে বিজ্ঞানীরা বলছেন, এই ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারলেই ব্রণ সমস্যা থেকে মানুষ সহজে মুক্তি পাবে।