বিশ্বকাপ শেষ স্টেইনের

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

কাঁধের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় বিশ্বকাপই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনের।

আইপিএলে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন এই ৩৫ বছর বয়সী বোলার। চোট নিয়েই এসেছিলেন বিশ্বকাপে খেলতে। টিম ম্যানেজমেন্ট আশায় ছিল সেরে উঠবেন সময়মতো।

তবে বুধবার ভারতের বিপক্ষে ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে স্টেইনের ছিটকে যাওয়ার খবর জানাল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে হেরেছে তারা। দুই ম্যাচেই দর্শক হয়ে ছিলেন স্টেইন। এর আগে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচেও খেলা হয়নি তার।

স্টেইনের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার বিউরেন হেনড্রিক্স। ২৮ বছর বয়সী এই বোলার দেশের হয়ে ২টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্টেইন। ২০১৬ সালে কাঁধের চোটের জন্য অস্ত্রোপচার করেছিলেন। এরপর ক্রিকেটে ফিরলেও নিয়মিত হতে পারছিলেন না। এবারের চোট থেকে সেরে উঠে কবে ক্রিকেটে ফিরতে পারবেন সেটিও নিশ্চিত নয়।