সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের শটগানের গুলিতে স্কুলছাত্র নিহত!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০১৯ ১৫:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের চর-বর্নিয়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার বিকেলে দু’দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ ওই গ্রামে অভিযান চালায়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের ছোড়া শটগানের গুলিতে ইউনুস আলী (১৪) নামে একজন স্কুলছাত্র নিহত হয়।

নিহত ইউনুস আলী চর-বর্নিয়া গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।

এদিকে স্কুলছাত্র নিহত হবার ঘটনায় স্থানীয় গ্রামবাসী পুলিশকে দোষারোপ করছে। গ্রামবাসির দাবি, সংঘর্ষ থামাতে পুলিশ গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে স্কুল ছাত্র ইউনুস নিহত হলে ঘটনাটি ভিন্নখাতে নিতে পুলিশ ধৃত এক সেনা সদস্যকে ফাসানোর চেষ্টা করছে। তবে, পুলিশের দাবি ঈদের ছুটিতে আসা এক সেনা সদস্য পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের ওপর গুলি চালায়। সেনা সদস্যের ছোড়া গুলিতে প্রতিপক্ষ জয়নাল আলীর ছেলে ইউনুস আলী নিহত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে আরো ১০ জন আহত হয়। পুলিশ ছেলেটির লাশ উদ্ধার করে শাহজাদপুর রেখেছে।

অন্যদিকে, পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের ওপর গুলি বর্ষণের দায়ে এক সদস্যকে আটক করেছে। আটককৃত সেনা সদস্য পলাশ উদ্দিন মোল্লা (২৮) একই এলাকার জালাল উদ্দিন মোল্লার ছেলে। তিনি বঙ্গবভন গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্য (সেনা সদস্য নং ৪৫০৭৭২৪)। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি গ্রামীণ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন বলে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের দাবি, শাহজাদপুরের গালা ইউনিয়নের চর-বর্নিয়া গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। গত ক’দিন আগেও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে মঙ্গলবার বিকেলে দু’দল গ্রামবাসী দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে ওই গ্রামে গেলে এরই এক পর্যায়ে সেনা সদস্য পলাশ পুলিশের শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়ে। এ সময় তার ছোড়া গুলিতে ইদ্রিস আলী নামে এক স্কুল ছাত্র নিহত হয়। এ ঘটনায় পুলিশ ওই সেনা সেনা সদস্যকে আটক করে শাহজাদপুর থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

ওসি আরও বলেন, ধৃত সেনা সদস্য বঙ্গবভন গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্য বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও উর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ শটগানের বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়লেও তাতে কেউই গুলিবিদ্ধ হয়নি।