বগুড়া জিলা স্কুলের ৯৪ ব্যাচের রজতজয়ন্তী পুনর্মিলনী

প্রেস রিলিজ
প্রকাশ: ০৭ জুন ২০১৯ ১২:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২১ বার।

বগুড়া জিলা স্কুলের এসএসসি ১৯৯৪ ব্যাচের রজতজয়ন্তী পুনর্মিলনী পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে ২৫ বছর আগে এসএসসি উত্তীর্ণ ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় স্কুল মাঠে সমবেত হন। সকালের নাস্তা পর্ব শেষে আয়োজন করা হয় অ্যাসেম্বলী। 
পরে বণ্যাঢ্য র‌্যালীটি জিরো পয়েন্ট সাতমাথা, থানা রোড, ফতেহ্্ আলী মাজার ও নওয়াববাড়ি সড়ক প্রদক্ষিণ করে স্কুলে ফিরে যায়। দুপুরে জুমআ’র নামাজের আগ পর্যন্ত চলে আড্ডা। জুমআ’র নামাজের বিরতি শেষে পরে বিকেলে আবারও স্কুল মাঠে পরিবারের সদস্যসহ জমায়েত হন প্রাক্তন শিক্ষার্থীরা। পরে তাদের সন্তান এবং স্ত্রীদের জন্য আকর্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয়। 
রাতে ১৯৯৪ ব্যাচের মৃত সদস্যদের জন্য দোয়া মাহফিল,স্মৃতিচারণ এবং পরিবারের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা রয়েছে। এছাড়া রাত ৯টায় আতশবাজি শেষে রাত ১১টায় রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে বলে জানানো হয়েছে।