গণমাধ্যমের স্বাধীনতায় অনেক পিছিয়ে বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০১৯ ১৩:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউস। সংস্থাটি তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গণমাধ্যমকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়ার এ তালিকায় অনেক পিছিয়ে বাংলাদেশ। সংবাদমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতায় দ্বিতীয় সর্বোচ্চ নেতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ।  

বিজনেস ইনসাইডার জানায়, গণতন্ত্রের জন্য নেতৃত্বদানকারী দেশগুলোতেও গণমাধ্যম তার মতপ্রকাশে বাধার মুখে পড়ছে।

'কোনো সমালোচনা দেখা দিলে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে'।

ফ্রিডম হাউসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের যেখানে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকার কথা, তারা উল্টো নিজেদের বিরুদ্ধে কিছু প্রকাশে বাধা দিচ্ছেন এবং নিজেদের পক্ষে খবর প্রকাশে সুবিধা দিচ্ছেন। 

চীন, রাশিয়া, সৌদি আরবকে রাখা হয়েছে গণমাধ্যমের জন্য সবচেয়ে খারাপ দেশের তালিকায়। ভারত, পাকিস্তানের অবস্থান বাংলাদেশের তুলনায় ভালো বলে দেখানো হয়। 

বাংলাদেশের তালিকায় আরো রয়েছে, কঙ্গো, কিউবা, মিসরসহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ।