বগুড়ায় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ আ্যক্টিভেশন ক্যাম্প শেষ হয়েছে

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯১ বার।

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ উপলক্ষ্যে ‘ইয়াং বাংলা’র উপজেলা অ্যাক্টিভেশন বগুড়ায় শেষ হয়েছে। মঙ্গলবার বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চা বাজারে দিনব্যাপী ওই কর্মসূচী চলে। কাহালু উপজেলার মাধ্যমে বগুড়া জেলার অ্যাক্টিভেশন কর্মসুচী শেষ হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে  জেলার আরও তিনটি উপজেলা গাবতলী, সোনাতলা এবং শেরপুরে এই কর্মসূচী শেষ হয়।  দেশের জেলা এবং উপজেলাতে ‘ইয়াং বাংলা’ ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশী তরুণ এবং তাদের সংগঠনগুলোর  অনলাইনে আবেদনের সুযোগ করে দিচ্ছে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে তরুণদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া শীর্ষ স্থানীয় ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে বাছাই করা হবে। বাছাই শেষে ১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার প্রদান করা হবে।
‘ভিশন ২০২১’-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা। ১৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং দুইশ’টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। প্রথমবার ৩০টি তরুণ নেতৃত্বাধীন সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


১৮ সেপ্টেম্বর কাহালু উপজেলার ওই  কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়াং বাংলার কাহালু  উপজেলা সমন্বয়কারী মাহবুব আলম মল্লিক সজল, জাকিউল হক, আব্দুল্লাহেল কাফী, বিশাল মাহমুদ, রাসেল খান, রকি হোসেন, পারভেজসহ ‘ইয়াং বাংলা’র স্বেচ্ছাসেবীবৃন্দ।