আ’লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে নামাজ আদায় করেছেন

বগুড়া নির্বাচন: ঈদের আমেজে  প্রচারে  বাড়তি সুবিধা পাচ্ছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ জুন ২০১৯ ০৬:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

ঈদের আগের দিন প্রতীক বরাদ্দের পর পরই বগুড়া-৬ (সদর) শূন্য আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে নেমেছেন। তবে প্রথম দিন মঙ্গলবার দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারের সময় প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। অবশ্য পুলিশ দ্রুত হামলাকারীকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। এরপর থেকে যথারীতি আবার ভোটের প্রচার শুরু হয়। ঈদের আমেজে নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বগুড়া-৬ আসনে এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। তবে নির্ধারিত সময়ে শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল তার আসন শূণ্য ঘোষণা করে ৮ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুসলিম লীগ বাংলাদেশ কংগ্রেস মনোনীত এবং অপর দুই স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। গত ৪ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৪ জুন ভোট গ্রহণের কথা রয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে. প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত টি জামান নিকেতা এবং বিএনপি মনোনীত গোলাম মোহাম্মদ সিরাজই সবচেয়ে বেশি তৎপর। ঈদের দিন দু’জন শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে এক কাতারে নামাজ আদায় করেছেন। পাশাপাশি মুসল্লীদের কাছ থেকে দোওয়াও চেয়ে নিয়েছেন। এরপর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা তার বাসভবনে দিনভর নেতা-কর্মী ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরদিনও শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। রাতে শহরে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের করা হয়। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ৬দফা দিবসের আলোচনায় অংশ নেন টি জামান নিকেতা। পরে জুমআ’র নামাজে গিয়ে মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন । এরপর বিকেলে তিনি তার বাসভবনের সামনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কয়েকটি মহল্লার লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। টি জামান নিকেতা বলেন, প্রতিদিনের মত শুক্রবার সন্ধ্যায় নৌকা প্রতীকের সমর্থনে মিছিল হবে।’ শনিবারও নৌকার সমর্থনে শহরের বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা চলছে।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ঈদের দিন শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেনে সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করার জন্য পরদিন তিনি ঢাকায় চলে যান। গোলাম মোহাম্মদ সিরাজ জানান, শনিবার রাতে বগুড়া ফিরে রোববার থেকে তিনি পুরোদমে প্রচারে নামবেন। তবে তাঁর পক্ষ থেকে বিএনপি নেতা-কর্মীরা প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। অপর পাঁচ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু শুক্রবার সকালে তার নিজ এলাকা উপ-শহরের বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে মুসল্লীদের সঙ্গে দেখা করে নিজের জন্য দোয়া চেয়েছেন। জুম’আর নামাজের পর তিনি শহরের গোয়ালগাড়ি থেকে চারমাথা পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গণসংযোগ করেন। এ সময় তিনি তাদের মধ্যে লিফলেট বিতরণ করেন। শনিবারও তিনি মাঠে নেমেছেন। বাকি চার প্রার্থীর তেমন কোন তৎপরতা এখনও চোখে পড়েনি।