বিএসএমএমইউতে নিরাপত্তা জোরদার করুন: রিজভী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০১৯ ০৮:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৪ বার।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসনিক ভবনে বোমা উদ্ধারের ঘটনার নেপথ্যে ওপর মহলের নীলনকশা আছে। তিনি বলেন, 'ওপর মহলের পৃষ্ঠপোষকতা বা কোনো ধরনের নীলনকশা না থাকলে এটা হওয়ার কথা নয়।' খবর : সমকাল অনলাইন।

 

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবিলম্বে বিএসএমএমইউতে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি মুক্তির দাবিও জানান তিনি।

 

এর আগে বুধবার গভীর রাতে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে পুলিশ একটা পেট্রোল বোমা উদ্ধার করে।

 

বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএসএমএমইউতে খালেদা জিয়া চিকিৎসাধীন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেঙে বোমাসদৃশ বস্তু বা পেট্রোল বোমা কীভাবে গেল তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সরকার নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে এটা করছে।

 

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন উপস্থিত ছিলেন।

 

 

বিএসএমএমইউ থেকে পেট্রোল বোমা উদ্ধার

দেশের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঈদ হবে এবার: রিজভী

ঈদযাত্রায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ: রিজভী