বগুড়া আ’লীগ সভাপতি মমতাজ উদ্দিন সুস্থ হয়ে উঠছেন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮৯ বার।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ৭৬ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ঘাড়ে ব্যাথা নিয়ে বর্তমানে বগুড়া ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেজাউল আলম জুয়েলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তিনি জানান, মমতাজ উদ্দিন মূলত সারভাইবাল স্পন্ডিলাইটিস রোগে ভুগছেন। এতে মেরুদণ্ড ও ঘাড়ে প্রচণ্ড ব্যাথা অনুভব হয়। তিনি জানান, কিডনিতে সমস্যার কারণে তাঁকে পাওয়ারফুল পেইনকিলার দেওয়া সম্ভব হচ্ছে না। তাই হালকা পেইনকিলারের পাশাপাশি ফিজিও থেরাপি দেওয়া হচ্ছে। সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. রেজাউল আলম জুয়েল বলেন, ‘উনি আগের চেয়ে এখন অনেক সুস্থ।
মমতাজ উদ্দিন ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন। ওই পদে দায়িত্ব পালনকালেই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন। স্বাধীনতার পর মমতাজ উদ্দিন ১৯৭২ সালে যুবলীগের বগুড়া জেলা কমিটির আহবায়ক নির্বাচিত হন। তার দু’ বছর পর ১৯৭৪ সালে তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।
মমতাজ উদ্দিন ১৯৮২ সালে আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ওই পদে প্রায় এক দশক দায়িত্ব পালনের পর ১৯৯৪ সালে সভাপতি নির্বাচিত হন। প্রায় পঞ্চাশ বছর ধরে রাজনীতিতে সক্রিয় মমতাজ উদ্দিন ২০১৬ সালের অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সদস্য (ক্রমানুযায়ী দ্বিতীয় সদস্য) নির্বাচিত হন।
বগুড়া জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে অংশ নিতে মমতাজ উদ্দিন গত ১৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, ওইদিন রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সভা চলাকালে মমতাজ উদ্দিন ঘাড়ে ব্যাথা অনুভব করেন। পরদিন সকালে শারীরিক অসুস্থতা নিয়েই তিনি বগুড়া ফিরে আসেন এবং বিকেলে পৌরসভা আয়োজিত শহরের জিরো পয়েন্ট সৌন্দর্যবন্ধনের কর্মসূচীতে অংশ নেন। এরপর তিনি কাহালুতে একটি নির্বাচনী জনসভায়ও অংশ নেন। তবে ঘাড়ের ব্যাথা বেড়ে গেলে ১৭ সেপ্টেম্বর তাকে ডায়াবেটিক হাসপতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ উদ্দিন সাংবাদিকদের জানান, তার ঘাড়ের ব্যাথা আগের চেয়ে কমেছে। এখন তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। আজ-কালের মধ্যে বাড়ি ফিরে যাবেন। তিনি তাঁর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।