বগুড়ার দুর্গম চরে যাত্রা ও জুয়ার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে পুলিশ: নৃত্যশিল্পীসহ গ্রেফতার ১৩

সারিয়াকান্দি উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০১৯ ১১:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৮ বার।

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর দূর্গম চরাঞ্চলে যাত্রা ও জুয়ার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাজলা ইউনিয়নের শাহজালাল ও আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অশ্লীল নাচ ও জুয়ার আয়োজক হিসেবে ছয় নারীসহ ১৩ ব্যক্তিকে গ্রেফতারও করেছে। 
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- এরা হলো-জাহিদুল(৪০), সুলতান শেখ (৩৫), হাফিজুর রহমান ওরফে সোনা (৩৫), সাবলু মন্ডল (৩০), তাজেল শেখ(৩২), ইব্রাহিম (২৫), বকুল শেখ (৪০), যাত্রা গানের নৃত্য শিল্পী  হিরা (২৫) সুমি (২৭), শিমু (২৬), প্রিয়ংকা (২৫) তানিয়া (৩০) ও  ময়না (২৫)। মামলা দিয়ে তাদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। 
এলাকাবাসী জানায়, সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দূর্গম চর কাজলা ইউনিয়নের শাহজালাল বাজার ও আনন্দ বাজারে ঈদের রাত থেকে যাত্রার নামে অশ্লীল নৃত্য এবং জুয়ার আসর বসানো হয়। এতে বিচ্ছিন্ন ওই জনপদে বসবাসকারী সাধারণ মানুষের জীবন-যাপন বিঘিœত  হয়। যুবক ও তরুণ সমাজ বিপথগামী হয়ে ওঠে এবং জুয়ার কারণে অনেকে সর্বশান্ত হতে শুরু করেন। অতিষ্ঠ লোকজন বিষয়টি পুলিশকে জানায়।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার রাতে ওই দুটি স্থানে অভিযান চালিয়ে যাত্রাগানের প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অশ্লীল নাচ ও জুয়ার আয়োজক ও নৃত্যশিল্পসহী ১৩জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘গ্রেফতার আসামীদেরকে শনিবার বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।