বগুড়ার শেরপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসছে

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৭ বার।

শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসছে বগুড়ার শেরপুর উপজেলা। আগামি অক্টোবর মাসেই এই উপজেলাকে `শতভাগ বিদ্যুতায়িত উপজেলা’ ঘোষণা করার কথা রয়েছে।  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রকল্পের মাধ্যমে উপজেলার ২২২টি গ্রামের ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুত পৌঁছে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে বগুড়া পল্লী বিদ্যুত সমিতি-২। ওই সমিতির শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আল আমিন চৌধুরী জানান, নতুন লাইন নির্মাণসহ প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়ার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, এই উপজেলার ১০টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৫২ হাজার ৭০০। তবে শতভাগ বিদ্যুতায়িত হলে ৭৪৯দশমিক ৫০ কিলোমিটার লাইনে গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় ৬০হাজার। এর মধ্যে ভারী শিল্পকারখানা রয়েছে ৫৭টি। এখানকার গ্রাহকরা সবাই ভালো। বিল পরিশোধের ব্যাপারে সবাই সচেতন। নিদিষ্ট সময়ের মধ্যেই তারা বিল পরিশোধ করে থাকেন। পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা আরও বলেন, আগামি এক মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী শতভাগ পরিবারে মাঝে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া হবে। 

এদিকে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ-‘ঘরে ঘরে বিদ্যুৎ ’কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করায় পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্তা আল আমিন চৌধুরীকে স্বীকৃতি স্বরুপ ‘দেশসেরা’ কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ৯ আগস্ট বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।