আহা, পরিসংখ্যানটা কতই না সুন্দর!

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০১৯ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

নিশ্চিত করে বলা যায়, ক্রিকেটের বিশ্ব আসরে এর আগে এমনটি হয়নি। চলমান আসরে সেরা পাঁচ রান সংগ্রাহকের দুজনেই বাংলাদেশি। উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে রয়েছেন এক টাইগার পেসার। স্বপ্ন নয়। এটা দেশের ক্রিকেটের উন্নয়নের চিত্র। শুধু কথা বা আলোচনায় নয়, বিশ্ব আসরে এখন অন্যতম বড় পরাশক্তির নাম বাংলাদেশ। খবর সমকাল অনলাইন।

ব্যাট হাতে এবারের আসরে বিস্ময় উপহার দিচ্ছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের শুরুতেই সেরা রান সংগ্রোহকের তালিকায় নিজেকে সবার উপরে রেখেছেন তিনি। ৩ ম্যাচে করেছেন ২৬০ রান। গড়টা অবিশ্বাস্য, ৮৬.৬৭! টানা তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ রান করেছেন টাইগার অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে তো সেঞ্চুরিই করে বসলেন তিনি। বল হাতেও সাকিব নিয়েছেন তিন উইকেট।

সেরা পাচে থাকা আরেক টাইগার ব্যাটসম্যান হলেন মুশফিকুর রহিম। তিন ম্যাচে মুশি করেছেন ১৪১ রান। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান করেন ৭৮ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ আর ইংল্যান্ডের বিপক্ষে করেন ৪৪ রান। উইকেটের পেছনে দুটি ক্যাচও নিয়েছেন মুশফিক।

বোলারদের তালিকায় সেরা পাঁচে রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৭ রানে তিনি নেন দুটি উইকেট। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রান খরচায় উইকেট নেন আরো দুটি। সর্বশেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষেও দুই উইকেট লাভ করেন তিনি। ৫ উইকেট নিয়ে সেরা উইকেট সংগ্রাহকের দশম স্থানটি মেহেদী হাসান মিরাজের।

আহা! পুরো আসরেই যদি এই চিত্রটা ধরে রাখতে পারে টিম বাংলাদেশ, তাহলে তো সেমিফাইনাল-ফাইনাল খুব একটা দূরে নয়।