ভাড়া নিয়ে তর্কের জেরে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যা

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০১৯ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ফেলে এক যাত্রীকে চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সালাউদ্দিন (৩৫)। তিনি ঢাকার আলুবাজার এলাকার মৃত শাহাবউদ্দিনের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আতাউর রহমান (আতা) মেম্বারের বাড়িতে সস্ত্রীক ভাড়া থেকে স্থানীয় স্কটেক্স অ্যাপারিয়াল কারখানার গাড়ি চালাতেন। খবর যুগান্তর অনলাইন।

নিহতের স্ত্রী পারুল আক্তার জানান, তিনি ও তার স্বামী সালাউদ্দিন ঈদের ছুটিতে ময়মনসিংহে তার বাবার বাড়িতে শুক্রবার বেড়াতে যান। রোববার তারা ময়মনসিংহ থেকে আলম এশিয়া গাড়িযোগে বাসায় ফিরছিলেন। পথে তার স্বামীর সঙ্গে ভাড়া নিয়ে পরিবহনের সহকারীর বাকবিতণ্ডা হয়।

তিনি জানান, পরে এক পর্যায়ে গাড়ির ভিতরেই সালউদ্দিনকে মারধর করে পরিবহনের সহকারী। এ ঘটনা সালাউদ্দিন মোবাইল ফোনে তার স্বজনদের অবহিত করেন। এরই মধ্যে গাড়িটি বাঘের বাজারে এসে পৌঁছে।

পারুল আরও জানান, এসময় চালকের সহকারীরা তাদেরকে বাঘের বাজারে নামতে বাধা দেন এবং তাদের নিয়েই গাড়িটি চলতে শুরু করে। এসময় তিনি কান্নাকাটি শুরু করলে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে গাড়ির গতি কমিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ওই বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় আলম এশিয়া নামক গাড়িটি আটক করা হয়েছে। চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।