ইরানে পাঁচ শতাধিক রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা, ইসলামি বিধিভঙ্গের অভিযোগ

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০১৯ ১৫:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

ইসলামি বিধি না মানার অভিযোগ তুলে ইরানে পুলিশি অভিযানের মধ্য দিয়ে পাঁচ শতাধিক রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তেহরান পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, অভিযানের সময় ১১ জনকে আটকও করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে ইরানের শীর্ষ পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘ইসলামি বিধি’ অনুসরণ না করার কারণে ৫৪৭টি রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ১০ দিন ধরে অভিযান চালিয়ে ওই রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হয়।

তেহরানের পুলিশ প্রধান হোসেইন রাহিমি পুলিশ ফোর্সের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, যে সব রেস্টুরেন্ট ও ক্যাফে ইসলামী মূলনীতি অনুসরণ করে না, তাদের ডেকে অভিযান চলাকালে ৫৪৭টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সে কাজে বাধা দেওয়ার প্রচেষ্টা করলে ১১ জনকে আটক করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘সাইবার স্পেসে বিতর্কিত বিজ্ঞাপন প্রচার, অবৈধ সঙ্গীত বাজানো ও ব্যাভিচার’র অভিযোগ তুলে ওইসব রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।