বগুড়ার আদমদীঘিতে দরিদ্র মেধাবী ৫৩২ শিক্ষার্থীকে সরকারি বৃত্তি প্রদান

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৫ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলায় দরিদ্র অথচ মেধাবী-এমন ৫৩২জন শিক্ষার্থীকে সরকারিভাবে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল মাদ্রাসা (জেডিসি),এসএসসি, দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়া হয়। ৫৩২জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে রাজস্ব তহবিল থেকে ৪ লাখ টাকা বিতরণ করা হয়। কর্মকর্তারা জানান, বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ হাজার থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়া হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমানের সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুস সামাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, ভাইস চেয়ারম্যান ফরহানা আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা অপিসার মাহবুবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক উপস্থিত ছিলেন।