বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কার্যালয় অভিমুখে মিছিল সমাবেশ

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬৩ বার।

নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সরকারের পদত্যাগ এবং সংসদ ভেঙ্গে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বগুড়ায় নির্বাচন কার্যালয় অভিমুখে মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে শহরের  জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় মিছিল বের করা হয়। এর পর মিছিলটি প্রায় দুই কিলোমিটার দূরে শহরের খান্দার এলাকায় নির্বাচন কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছার পর নির্বাচন কার্যালয়ের বাইরে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে ২০১৪ সালের পাঁচ জানুয়ারির মত আবারও এক তরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। যে কারণে অক্টোবর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলা হলেও এখনো পর্যন্ত অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হয়নি। বক্তারা বলেন, গত ৪৭ বছরের অভিজ্ঞতা হল দলীয় সরকারের অধীনে  অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোন সুযোগ নেই। জনগণের সমর্থনবিহীন বর্তমান জাতীয় সংসদ বহাল রেখে সকল দল ও জনগণের জন্য নির্বাচনের সমান সুযোগ তৈরি হবে না। আর বর্তমান সরকার অনুগত নির্বাচন কমিশনের পক্ষে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তারা সংকট উত্তরণে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।    
বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী আব্দুর রশিদ, বাসদ (মার্ক্সবাদী) জেলা নেতা আমিনুল ইসলাম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বগুড়া জেলা সমন্বয়ক শাহাদত হোসেন শান্ত। সমাবেশটি সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল।