ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

আইন অমান্য করে মিসব্রান্ডের ওষুধ বিক্রির অপরাধে বগুড়ায় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলার সাবগ্রাম হাটের বাইপাস মোড় ও চান্দপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলী মণ্ডলের পরিচালনায় এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩ ঘন্টার ওই অভিযানে আদালত রাব্বী ট্রেডার্স এর মালিক এ এইচ এম লতিফুর রহমানকে ২০ হাজার টাকা এবং শামীম মেডিসিন এর মালিক সৈকত হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।