চলে গেলেন প্রবীণ অভিনেতা গিরিশ কারনাড

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০১৯ ১৪:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চের কিংবদন্তী অভিনেতা গিরিশ কারনাড। সোমবার সকাল সাড়ে ৬টায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। খবর বিবিসির। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বহু জনপ্রিয় ছবির পরিচালক ছিলেন তিনি। পাশাপাশি তিনি ছিলেন কন্নড় ভাষার সাহিত্যিক।

বহু প্রতিভাসম্পন্ন এই শিল্পী ১৯৩৮ সালের ১৯ মে মু্ম্বইয়ে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে তার লেখা 'যযাতি' নাটকের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রডেশ স্কলার সম্মান জানান এই কিংবদন্তি অভিনেতা নাট্যকারকে। এছাড়াও, 'তুঘলক' (১৯৬৪), 'হায়াভরণ' (১৯৭২) নাটক দুটি তার জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। 

ভারত সরকারের পক্ষ থেকে তাকে ১৯৭৪ সালে পদ্মশ্রী ও ১৯৯২ সালে পদ্মভূষণ সম্মান জানানো হয়।

মঞ্চের পাশাপাশি গিরিশ প্রতিভার ছাপ রাখেন সিনেমা জগতেও। ১৯৭০ সালে কন্নড় ছবি 'সংস্কার'-এ প্রথম অভিনয় করেন তিনি। ওই ছবিতেই চিত্রনাট্যকার হিসেবে তার হাতেখড়ি হয়। 

গিরিশ কারনাডের মৃত্যুতে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শোকপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।