পাঞ্জাবে গভীর নলকূপ থেকে ১০৯ ঘণ্টা পর শিশু উদ্ধার, মৃত ঘোষণা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০১৯ ০৭:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

ভারতের পাঞ্জাব প্রদেশে ১৫০ ফুট গভীর নলকূপে আটকা পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১০৯ ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের পর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর এনডিটিভির।

শিশুটির নাম ফতেহবীর সিং। তার বাড়ি সাংগুর জেলার ভগবানপুরা গ্রামে। 

গত বৃহস্পতিবার বাড়ির সামনে খেলার সময় ওই গভীর নলকূপের ভেতরে পড়ে যায় শিশুটি। 

শিশুটির মা জানান, গভীর নলকূপটি কাপড় দিয়ে ঢাকা ছিল। দীর্ঘদিন যাবৎ নলকূপটি ব্যবহার করা হতো না।

মঙ্গলবার সকাল সাড়ে ৫টায় ১০৪ ঘণ্টার চেষ্টায় নলকূপটি থেকে  ফতেহবীরকে উদ্ধার করা হয়।

সাংগুর জেলার সহকারী পুলিশ কমিশনার ঘনশ্যাম থোরি জানিয়েছেন, নলকূপ থেকে ফতেহবীরকে উদ্ধার করার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়।। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। 

নলকূপে থাকা অবস্থায় শিশুটিকে অক্সিজেন ছাড়া কোনো খাবার বা পানি সরবরাহ করতে পারেনি উদ্ধারকারীরা।  

প্রদেশটির মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনায় নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।