বগুড়ায় মাদক ব্যবসা ছাড়ার লিখিত অঙ্গীকার  করা এক নারী ফেন্সিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ জুন ২০১৯ ১২:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

মাদক সেবন ও ব্যবসা ছাড়ার লিখিত অঙ্গীকার করেও বগুড়ায় অনেকে পুরনো ওই ব্যবসা ছাড়ছেন না। রাজেকা বেগম (৩৫) নামে তেমনই এক নারীকে ফেন্সিডিল বিক্রির চেষ্টার সময় গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের নাটাইপাড়া এলাকায় একটি মন্দিরে সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
পুলিশ তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। রাজেকা শহরের সুলতানগঞ্জ ঘোনপাড়া এলাকার জনৈক হবুল্লাহ্র স্ত্রী। বগুড়ায় ডিবি পুলিশের ওসি আছলাম আলী জানান, রাজেকা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সারা দেশের ন্যায় বগুড়াতেও মাদক বিরোধী কঠোর অভিযান শুরু হলে রাজেকা বেগম নিজেকে রক্ষার জন্য মাদক সেবন এবং ব্যবসা ছেড়ে দেওয়ার ঘাষণা দেয়। এমনকি সে গত ৫ মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে ‘মাদকমুক্ত জীবনধারণের অঙ্গীকারনামা’ দাখিল করে। তাতে সে নিজেকে মাদক সেবী এবং ব্যবসায়ী উল্লেখ করে আত্মীয়-স্বজন এবং এলাকার হিতৈষী ব্যক্তিদের পরামর্শে মাদক সেবন এবং কেনা- বেচা না করার অঙ্গীকার করে।
ওসি আছলাম আলী বলেন, রাজেকা মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার করলেও তাদের কাছে খবর ছিল যে সে আগের মতই পুরানো ব্যবসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে সে নাটাইপাড়া সবিতা মন্দিরের সামনের পাকা রাস্তায় মাদক বিক্রির জন্য অবস্থান করছিল-এমন খবর পেয়ে ডিবি সদস্যরা সেখানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজেকা বেগম প্রথমে পালানোর ব্যর্থ চেষ্টা করে। পরে ডিবির এক মহিলা সদস্যকে দিয়ে তার ভ্যানিটি ব্যাগে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ওই অভিযানে নেতৃত্বদানকারী ডিবির সাব ইন্সপেক্টর ইনামুল ইসলাম জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে মাদক এনে বিক্রির কথা স্বীকার করে। তিনি বলেন, গ্রেফতার রাজেকা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’