৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০১৯ ০৭:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬১ বার।

রীতিমতো মৃত্যুর মিছিল ভারতের বিহারে। গত ৪৮ ঘণ্টায় এ রাজ্যে মারা গেছে ৩৬ শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১৩৩ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, আক্রান্তরা সবাই অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোমে আক্রান্ত বলেই মনে করা হচ্ছে।

অবশ্য চিকিৎসকদের দাবি, বেশিরভাগ শিশুই মারা গেছে হাইপোগ্লাইসেমিয়ার কারণে। রক্তে সুগারের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক কম থাকলে, তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে।

শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. এস কে সাহি বলেছেন, “মৃত্যুর কারণ নির্ণয়ে সঠিক গবেষণা প্রয়োজন। তবে ৯০ শতাংশ ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার জন্যই মৃত্যু হয়েছে।”

মুজাফফরপুরে গরমের সময়ে অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোমে বাচ্চাদের আক্রান্ত হওয়া প্রায় প্রত্যেক বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা দেয়।

তবে গত বছরের তুলনায় এবার মৃতের সংখ্যা বেড়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।