প্রতিটি জেলায় ‘ড্রাইভার মোটেল’ করবে টিএমএসএস: অর্থমন্ত্রীর কাছে ৯০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা হস্তান্তর

পুণ্ড্রকথা রিপোর্ট:
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১১:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬০ বার।

যানবাহন চালকদের বিশ্রামের জন্য দেশের ৬৪টি জেলায় একটি করে অত্যাধুনিক ‘ড্রাইভার মোটেল’ নির্মাণ করবে বেসরকারি সংস্থা টিএমএসএস। এজন্য ৯০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনাও তৈরি করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার ঢাকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে তাঁর কাছে বড় ধরনের ওই প্রকল্প প্রস্তাবনাটি হস্তান্তর করেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।
দুর্ঘটনা এড়াতে মহাসড়কের পাশে বাস এবং ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি ওই নির্দেশনা দেন। ওই সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, দূরপাল্লার বাস ও  ট্রাক চালকরা কিছু দূর পর পর যাতে বিশ্রাম নিতে পারেন, সেজন্য বিশ্রামাগার নির্মাণ করতে হবে। এটি হলে কিছু সময়ের জন্য চালকরা বিশ্রাম নিতে পারবে। তাদের মন প্রফুল্ল থাকবে।
টিএমএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকেই তারা এ ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। যাতে ৬৪টি জেলায় ৬৪টি গুরুত্বপূর্ণ স্থানে একটি করে ‘ড্রাইভার মোটেল’ প্রস্তুত করা হবে। তিন একর জমির উপর প্রতিটি বহুতল ড্রাইভার মোটেলে ৩০০ থেকে ৫০০ শয্যা থাকবে। ঘণ্টা ভিত্তিক সেবা চার্জ প্রদান করে ওই মোটেল গুলোতে ঘুমানোর এবং গোসল করার সুযোগ পাওয়া যাবে। প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে থেকে পাওয়া যাবে স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ। শরীর চর্চাসহ বিনোদন সুবিধাসহ ক্যান্টিনে পাওয়া যাবে স্বাস্থ্য সম্মত ও মান সম্পন্ন সুলভ মূল্যে খাবার। পাইলট প্রকল্প হিসাবে খুব শিগগির পাঁচটি জেলায় মোটেল নির্মাণের কাজ শুরু হবে।
প্রস্তাবিত মোটেলগুলোতে যানবাহনের মেইনটেনেন্সের পাশাপাশি প্রয়োজনীয় পার্টস, জ্বালানী ও লুব্রিকেন্ট কেনার সুযোগ থাকবে। এছাড়া নিরাপদ পার্কিং ফ্যাসিলিটি বিদ্যমান থাকায় চালকরা নিশ্চিন্তে ঘুমানোর সুযোগও পাবেন।