বগুড়ার ধুনটে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সেমিনার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০১৯ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা। 

উপজেলা সহকারী প্রোগ্রামার শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক আব্দুল বারী, চিকাশী ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা নূরনবী ও ধুনট মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাপলা খাতুন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু জীবনের সঠিক ইতিহাস সকল শ্রেণি মানুষের মাঝে পৌছে দিতে হবে। তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে। তৃনমুল মানুষকে তথ্য-প্রযুক্তি ব্যবহারে সম্পৃক্ত করতে হবে।

সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।