বিএমডব্লিউর তেল কিনতে রাতে হাঁস-মুরগি চুরি

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০১৯ ১৩:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ির তেল কিনতে রাতের আধাঁরে মোটরসাইকেলে চড়ে বাড়ি বাড়ি গিয়ে হাঁস-মুরগি চুরি করছেন এক ব্যক্তি। দক্ষিণ চীনের সিচুয়ান প্রদেশে লিনশুইয়ের এক কৃষক এমন কাণ্ড ঘটিয়েছ্নে। তিনি দুই কোটি টাকা দিয়ে বিএমডব্লিউ কিনলেও তা রক্ষণাবেক্ষণ করতে তিনি এ পথ বেছে নিয়েছেন।গ্রামবাসীর অভিযোগে তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। লিনশুইয়ের পুলিশ তদন্তে নেমে এমন ঘটনা জানতে পারেন।

পুলিশ বলছে, তিনি একজন ধনাঢ্য কৃষক। এপ্রিল মাস থেকে তিনি এমন কাণ্ড করছেন। সম্প্রতি ২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার খরচ করে একটি বিএমডব্লিউ কিনেছিলেন তিনি।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতে তিনি মোটরসাইকেল নিয়ে গ্রামে হাঁস-মুরগি চুরি করতে বের হতেন। যদিও এটিকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ধরা হয়নি।

ইউয়ান শহরের পুলিশ প্রধান জাং হুয়া সাংবাদিকদের বলেন, তিনি একটি বিলাসবহুল গাড়ি চালাতেন। তিনি দ্রুত গতিতে হাইওয়ে গাড়ি চালাতেন।

সূত্র: টাইমস নাউ