বগুড়ায় ২৪ ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুন ২০১৯ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৭৮০ বার।

বগুড়ায়  বৃহস্পতিবার  (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে  ২৪ ঘণ্টা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের ( পিজিসিএল) সেবা বন্ধ থাকবে। পিজিসিএলের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ- ব্যবস্থাপক( বিক্রয়) প্রকৌশলী অনুপ কুমারের স্বাক্ষরিত নোটিশে  এ তথ্য জানানো হয়েছে। 

বগুড়ায় ২০০৫ সালে পিজিসিএল আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহের কাজ শুরু করে। এ পর্যন্ত জেলায় সব মিলিয়ে তাদের প্রায় ২০ হাজার গ্রাহক রয়েছে। 

অনুপ কুমার পুণ্ড্রকথাকে  বলেন, 'বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদস্থ ভাল্ব স্টেশনে ৩০ ইঞ্চি ব্যাসের লাইনের টাই-ইনসহ অন্যান্য কারিগরী কার্যক্রম সম্পাদনের জন্য ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।' তবে ১৪ জুন শুক্রবার দিবাগত রাত ১২ টার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে ।