কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০১৯ ১৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার দুপুর ১টায় ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত ইইউ প্রতিনিধি দলটি। 

জানা যায়, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পর্যবেক্ষণে সম্প্রতি ইইউ প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। একইসঙ্গে বাংলাদেশের তরুণ ও ছাত্রদের অধিকার সুরক্ষায় কাজ করছে এমন প্রতিনিধিদের সঙ্গে তারা আলাপ-আলোচনা করছে। 

এরই অংশ হিসেবে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে নেতাদের আমন্ত্রণ জানায় ইইউ প্রতিনিধি দলটি।

এই আমন্ত্রণে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর, আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন ও বনী ইয়ামিন মোল্লা। এছাড়া ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত অরণি সেমন্তি খানও উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৈঠকে মানসম্মত শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, সাম্প্রতিক বিভিন্ন ছাত্র আন্দোলন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নে তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।