বগুড়ায় করতোয়া রক্ষায় 'জনতার ক্ষোভ'

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুন ২০১৯ ১৫:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

করতোয়া নদী রক্ষায় বগুড়ায় 'আমরা কৃষকের সন্তান' সংগঠনের উদ্যোগে 'জনতার ক্ষোভ' ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সাতমাথায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া জেলা শাখার আহ্বায়ক মাকসুদুর হাসান রুহেল। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক আলহাজ ইমারত আলী, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রেজাউল বারী দিপন, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাহেদ হোসেন, রেজাউল বারী মিন্টু, মোমিনুল ইসলাম ডলার, জেলা কৃষক লীগের সহসভাপতি অধ্যাপক শ্যামল পাইকার, গাবতলী উপজেলার আহ্বায়ক ফজলুল বারী নয়ন, জেলা শাখার সদস্য রনজু, নিম্নী রহমান, এস এম রুবেল হোসেন, শহর শাখার সভাপতি সামিউল ইসলাম সোয়েব, সাধারণ সম্পাদক সিয়াম হোসেন প্রিয়, নাজমুল হোসেন, বাঁধন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একসময়ের খরস্রোতা করতোয়া আজ মরা খালে পরিণত হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দাবির মুখে বগুড়ার প্রশাসন সাময়িকভাবে এটিকে উদ্ধারে কাজ শুরু করলেও কিছু অশুভ শক্তির পাঁয়তারার কারণে আবারও প্রশাসন নদী দখলমুক্ত করার কাজ স্থগিত করেছে। দ্রুত দখলমুক্ত করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য জোর দাবি জানানো হয়।