বোকো হারামের হামলায় ক্যামেরুনে নিহত ২৪

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০১৯ ০৬:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

 

ক্যামেরুনের উত্তরাঞ্চলে চাদ হ্রদে একটি দ্বীপে বোকো হারাম জঙ্গিদের হামলায় ১৬  সেনা সদস্যসহ ২৪ জন নিহত হয়েছেন। খবর : সমকাল অনলাইন।

 

দ্বীপটির দারাক জেলায় রোববার গোষ্ঠীটির প্রায় ৩০০ জঙ্গি হামলা চালায়।

 

দারাকের মেয়র আলি রামাত জানিয়েছেন, রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১ হাজার কিলোমিটার উত্তরে অবস্থিত দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালায়।

 

এসময় ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছেন বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

 

বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক একটি জঙ্গি সংগঠন। দেশটির উত্তরপূর্বাঞ্চলে কট্টর ইসলামি শরিয়া আইনভিত্তিক একটি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় এক দশক ধরে লড়াই করছে এই জঙ্গি গোষ্ঠীটি। তাদের এ লড়াইয়ে ওই অঞ্চলের ৩০ হাজার লোক নিহত ও লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন। 

 

জঙ্গিরা প্রায়ই নাইজেরিয়ার সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও চাদে হামলা চালায়।