এসএসকেএমকে মমতার হুঁশিয়ারি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০১৯ ০৭:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

 

পশ্চিম বঙ্গের এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ৪ ঘণ্টার মধ্যে কাজ যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। না হলে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। যাঁরা কাজে যোগ দেবেন, তাঁদের সঙ্গে সরকার থাকবে। আর যাঁরা যোগ দেবেন না, তাঁদের সরকার কোনও ভাবেই সাহায্য করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর : আনন্দবাজার।

 

এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মারধরের প্রতিবাদে আন্দোলনে হবু চিকিৎসকরা। এখনও নিজেদের অবস্থানে অনড় হবু চিকিৎসকরা। বন্ধ আউটডোর। এই অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের কথা বলেন তিনি। পাশাপাশি হাসপাতালে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর সামনেই স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা। 

 

এনআরএস হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এনআরএস-এ না গিয়ে এসএসকেএম হাসাপতাল পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এর পরও জুনিয়র ডাক্তাররা আন্দোলন প্রত্যাহার করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।