ম্যাচ সেরার পুরস্কার ক্ষুদে ভক্তকে দিয়ে দিলেন ওয়ার্নার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০১৯ ০৯:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি জিতে নিয়েছেন ম্যান সেরার পুরস্কার। খেলা শেষে সেই পুরস্কার ক্ষুদে এক ভক্তকে উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

বুধবার টনটনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৪১ রানে হারায় বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ওয়ার্নার। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩০৭ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ১১১ বলে ১০৭ রানের ইনিংস খেলে তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওয়ার্নার। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে দশ ম্যাচ পর তিন অঙ্কের দেখা পেলেন টপ অর্ডারের এই ব্যাটসম্যান। জবাবে ২৬৬ রানে গুঁড়িয়ে যায় পাকিস্তান। জয়োল্লাসে মাতে অস্ট্রেলিয়া।

অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারটি জিতে নেন বল ট্যাম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা থেকে ফেরা ওয়ার্নার। কিন্তু পুরস্কারটি অস্ট্রেলিয়ার ক্ষুধে এক ভক্তকে উপহার দিয়ে বিরল নজির স্থাপন করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

প্রিয় ক্রিকেটার ওয়ার্নারের ম্যাচ সেরার পুরস্কার উপহার হিসেবে পেয়ে আইসিসির কাছে অনুভূতি প্রকাশ করে সেই কিশোর বলেছেন, “সত্যিই অসাধারণ একটি মুহূর্ত। আমরা দলকে সমর্থন করতে ও সাহস যোগাতে এসেছিলাম। আমার প্রিয় ক্রিকেটারের কাছে থেকে তারই ম্যাচসেরার পুরস্কারটি পাওয়া এক অসাধারণ অনুভূতি।”