ধুনটে বিষপানে গৃহবধু’র আত্নহত্যা

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৪ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মমতা খাতুন (৩০) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।  আত্মহননকারী  মমতা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।  শুক্রবার সকালে নিজবাড়ীতে পরিবারের সদস্যদের অগোচরে সে এ ঘটনা ঘটায়।

কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার জানান, নিহত মমতা খাতুন দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিল। তিনি বিভিন্ন সময় আত্নহত্যা করার চেষ্টাসহ পাগলের ন্যায় আচারণ করত।  শুক্রবার সকালে তার স্বামী গোলাম রব্বানী দিনমজুরের কাজে যায়। এ সুযোগে বাড়ীতে থাকা তরল কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতা খাতুনকে মৃত ঘোষনা করেন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, নিহত মমতা খাতুনের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে।