প্রথম নারী হিসেবে বার সভাপতি নির্বাচিত, সংবর্ধনা অনুষ্ঠানেই খুন!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০১৯ ০৯:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

আদালত চত্বরেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন উত্তরপ্রদেশ বার কাউন্সিলের সভাপতি দরবেশ যাদব।

দেশটির সবচেয়ে বড় রাজ্যের বার কাউন্সিলের প্রথম মহিলা সভাপতিকে গুলি করে হত্যা করেন মণিশ শর্মা নামে এক আইনজীবী।

এনডিটিভি জানায়, আগ্রা আদালতের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দরবেশ। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালান মণিশ। তারপর নিজেকেও গুলি করেন তিনি। দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রায় সঙ্গে  সঙ্গেই মৃত্যু হয় দরবেশের।

এদিকে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন মণিশ। তিনি কেন দরবেশকে খুন করলেন এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাত্র দু'দিন আগেই বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দরবেশ। বুধবার তাকে সংবর্ধনা জানাতে আগ্রা আদালত একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে গিয়ে প্রাণ খোয়ালেন দরবেশ।   

এই ঘটনাকে ঘিরে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে আন্দোলনের হুমকি দেন আইনজীবীরা। পাশাপাশি বার কাউন্সিল অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে।

বার কাউন্সিল অব ইন্ডিয়া ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছে। কাউন্সিলের দাবি, যোগী সরকারকে এই পরিমাণ অর্থ আইনজীবীর পরিবারকে দিতে হবে। পাশাপাশি আইনজীবীদের সুরক্ষার দায়িত্বও নিতে হবে সরকারকে।

রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং মায়াবতী রাজ্য প্রশাসনকে দায়ী করেছেন এ ঘটনার জন্য।

অখিলেশ বলেছেন, ‘উত্তরপ্রদেশের পরিস্থিতি এমনই যে আইনের রক্ষকরাও এখানে সুরক্ষিত নন।’

মায়াবতী বলেছেন, ‘এই ঘটনা আরও একবার প্রমাণ করল বিজেপির আমলে উত্তরপ্রদেশে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে।’