বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের বিনামূল্যে চক্ষু শিবিরঃ সেবা পাবে বিশ হাজার চালক ও হেলপার

মুজাহিদুল ইসলাম জাহিদ এবং ওহেদুজ্জামান সোহাগঃ
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০৬:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৭১ বার।

সড়ক দুর্ঘটনা কমাতে বগুড়ায় মোটর শ্রমিকদের বিনামুল্যে চোখ পরীক্ষা করানো হয়। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় দুই  দিনের চক্ষু শিবিরের আয়োজন করে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জেলার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় এবং পরবর্তী সপ্তাহের  বৃহস্পতিবার একই সময়ে এই কর্মসূচী চলবে। দুইদিন ব্যাপী চক্ষু শিবিরের আওতায় বগুড়া জেলা  মোটর শ্রমিক ইউনিয়নের অন্তত ২০ হাজার সদস্যকে এই সেবা প্রদান করা হবে।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন  বগুড়া বিআরটিএর  সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুল ইসলাম আপেল।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা নিতে আসা গাড়ী চালকদের এক চোখ বন্ধ রেখে ৬ মিটার দূরের জিনিস দেখানো হয়। যাকে বলা হয় ৬/৬ পদ্ধতি। যারা ৬/৬ এর আওতায় পড়ছেন না তাদের সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখানে   ডাক্তার উপসর্গ অনুযায়ী ব্যবস্থাপত্র দিচ্ছেন। এবং টেস্টের জন্য প্রয়োজনীয় কাগজ ল্যাবে পাঠিয়ে সেখানে বিভিন্ন লেন্স দ্বারা পরীক্ষা করে তাৎক্ষণিক  ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। এছাড়াও ছানিপড়া এবং অস্ত্রোপচারের জন্য শহরের বনানী এলাকায় বেতগাড়ি জিসি চক্ষু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

শ্রমিকরা জানান, বিনা মূল্যে অস্ত্রোপচার করার কথা জানানো হলেও সেটা মিলছে না। বেতগাড়ি জিসি চক্ষু হাসপাতালের কর্তৃপক্ষ আব্দুল হাকীম জানান, ’কিছু ছাড়ে আমরা অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি।’

কর্মসূচীর ব্যাপারে জিজ্ঞাসা করলে  সামছুদ্দিন শেখ হেলাল পুণ্ড্রকথাকে জানান, ‘মোটর শ্রমিকদের কল্যাণে তাদের  দীর্ঘ পরিকল্পনা রয়েছে। যার অংশ এই চক্ষু শিবির কর্মসূচী। তাদের  এই কর্মসূচী ভবিষতেও অব্যাহত থাকবে।‘

কর্মসূচী চলাকালীন বগুড়া বিআরটিএর পক্ষ থেকে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।