জিপিএ ৫ থাকবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০১৯ ১২:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

জিপিএ-৫ থাকবে কিনা এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সারা বিশ্বেই জিপিএর এ বিষয়টি ৪ স্কেল করা হয়। আমাদের দেশেও উচ্চ শিক্ষায় ৪ এর স্কেলে হয়। শুধুমাত্র এইচএসসি পর্যন্ত ৫ স্কেলে আছে। তাই আমাদের দেশের উচ্চ শিক্ষা ও বিদেশের সাথে একই রকম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কারণ শিক্ষার্থীরা যাতে করে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে’।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে এবারের বাজেট নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. দীপু মনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কারিকুলাম এগিয়ে নেওয়া এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমাদের অনেক শিক্ষক এখনো কোন প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে। এসব কাজ যেন খুব দ্রুত করতে পারি, সেটিই আমাদের প্রচেষ্টা।

এবারের বাজেটে শিক্ষা খাতে চাহিদা মতো বরাদ্দ পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়ে দীপু মনি বলেন, শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হয়েছে। অতীতের চেয়ে এবারের বার্ষিক বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আনুপাতিক হারে। শুধু তাই নয়, মোট বাজেটে আগের চেয়ে ৭ গুণ বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। যে কারণে এর মানোন্নয়নে আশানুরূপভাবে কাজ করা যাবে।

একই সঙ্গে বরাদ্দ অর্থ দিয়ে যথার্থ কাজ করার প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অনেক দেশে শিক্ষা খাতে ১৪-১৪ ভাগ বরাদ্দ দিলেও শেখ হাসিনার সরকার এই দেশে তা ১৭ ভাগে উন্নীত করেছে। এটি দেশবাসীর জন্য একটি মাইল ফলক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী ব্যাপারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

পরে শিক্ষামন্ত্রী বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দুপুরে ঢাকা থেকে চাঁদপুর পৌঁছালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্বাগত জানান।